তবুও ভালোবাসার অন্তঃক্ষরা নদী বলে কথা!!


যে নদী..   মুখরা রমণীর মতোন কথা বলে
সেই নদীও একদিন শুকিয়ে নলখাগড়া হয়!


যে অন্তঃশীলা ঝর্ণা চঞ্চলা হরিণীর মতো হাসে, কাঁদে
সেও একদিন বন্ধ্যা হয়.....!


কেবল কম হোক, বেশি হোক
পঁচা হোক, বাসি হোক
কালা হোক, বোবা হোক
অন্ধ হোক কিংবা চক্ষুষ্মান হোক
ভালোবাসার অন্তঃক্ষরা নদীটা কোনোদিন মরে না!


তাই মাঝেমাঝে ইচ্ছে হয়...
সবকিছুতে কেন প্রয়োজন জয়-পরাজয়
ফুলের বদলে কাঁটা তুলে আনবো
ভালো যদি বাসি,তবে কাঁটাকেও ভালোবাসবো!!