নির্বিঘ্নে কিছুক্ষণ ঘুমাতে চেয়েছিলো সমুদ্রতটের বালি
কারো সইলো না, খুঁচিয়ে খুঁচিয়ে তাদেরও ঘুম ভাঙিয়ে দিলো কুসুমপুরের লালি।
যেমনি স্বাধীনতা চায় সমুদ্রতটের বালি
তেমনি স্বাধীনরা চায় কুসুমপুরের লালি
যাঁতাকলে নিপাট নিষ্পেষিত আমিও বা কারে কী বলি!


ইদানিং চেতনা নাশক নাশকতায় হচ্ছে দেদারসে বলী
বালি বালিশ হাতে তেড়ে এসে বলে,তফাৎ যা, তফাৎ যা
লালিও কম যায় না, সমান তালে চেঁচায় চেঁচায় বলে,
আমি কেন? তুই তোর বাড়িত যা.তুই তোর বাড়িত যা!


আমি ভাবি
এই জগৎ সংসার জুড়ে সবাই লালী ও বালির মতোন
তুচ্ছ পিঁপড়ে সেও তার মতোন স্বাধীনতা প্রিয়
আমি বলি, ভালোবেসে সবাই আমাকে একটি ফুল দিও
যেই ফুলের সুবাস সবাই পাবে সেই স্বাধীনতার ফুল।