কোনোপ্রকার গাছ-পাথর না করেই বলতে চাইছি....
ভ্রম আর বিভ্রমের মাঝামাঝি কিছু একটা হউক
এই যেমন দেশান্তরী সুতীব্র আলোর নাচন হউক
জোনাকির পাখায় ভর করে ব্রহ্মাণ্ড পরিভ্রমণ হউক!


সাশ্রয়ী মূল্যে পরিসমাপ্তি হউক জীবনের সকল দেনা
যেখানে আমি নিজের কাছেই নিজে অচেনা .
সেখানে কীভাবে সম্ভব বল.. অন্যজনকে চেনা?


তারচেয়ে মুখ থুবড়ে পড়ে থাক আমার বুক আর মুখ
ওরা যেন পরস্পর বিভুই-বিদেশ, চোখও কম না,..
খাড়া খাড়া ভ্রু কুঁচকে উপেক্ষা করে নিয়তির আদেশ!


তবুও এগিয়ে যেতে চাই ভুল আর ভ্রান্তির বেড়াজাল
তবুও বারংবার কুমির ডেকে আনি..লোহার কোদাল
স্বহস্তে কাটি.. কাটতেই থাকি আমার সোনার খাল!!
--------------------------