প্রথমত-গোলাপই সঙ্গত মনে হলো, তাই গোলাপচারা রুইয়ে দিয়ে অপেক্ষা করেছি...
গোলাপ তুলে নিয়ে চলে গেছে দলছূট প্রেমিকের ছায়া!
এই ক্ষোভে খিল রাখা সঙ্গত মনে হলে বহুকাল কিছুই আবাদ করিনি আর।
আগাছায় ভরে গেছে-বুনোকাশ ফুটেছিলো বছর দুই; ঝোপঝাড়ে পাখি ও পিঁপড়ার আবাস!
একদিন মনে হলো-একদা উর্বর মনোভূমি রঙিন গোলাপ দিতো-হয়তোবা ভাল হবে আঙুর, আখরোট কিংবা বাতবী লেবু-
সব ভুল; - এখন হৃদয় জুড়ে মাইল মাইল মুগ ও মশুরের ফুল...