গড়পড়তা অবিশ্বাসের রঙে একটি সামাজিক বেড়াল সংসারের সবুজ বারান্দায় শুয়ে থাকে।হাতঘড়ি ও দেয়ালের মধ্যবর্তী সমস্ত সময় একদিন নিশ্চিত একলাফে টপকে যাবে এমন ভাবতেই-আটপৌড়ে স্বপ্নে যত ব্যর্থ নির্মাণ ধ্বসে পড়ে; অনুমান ও অনিশ্চিত সংলাপ ছাড়া হারাবার কিছুই থাকে না...
স্মৃতির লাঙল-পায়চারি করে নৈঃশব্দের উঠোনে; উঠোনময় ছড়িয়ে থাকা পদচিহ্নরা ফাস হবার আগেই ছাইরঙ ফসিল হয়ে যায়!
সামাজিক বেড়াল-তার ধারালো অথচ অথর্ব নখে একান্ত পরিশ্রমে শহরের গালে খামচি মেরে তুলে আনে বাঁচবার জন্য যৎসামান্য পুঁজি-অতঃপর সংসারের গড়পড়তা অবিশ্বাসের মধ্যে বেঁচে থাকে...