কাটাঘুড়ি উড়তে থাকে গন্তব্যহীন--

একটা দিন
           দু'টো দিন...
দিনের পর অনেক দিন--

কাটাঘুড়ি একলা থাকে
               একলা হাঁটে--
মাঠে ঘাটে বারান্দাতে
বাড়ির ছাদে

কাটাঘুড়ি একলা ওড়ে একলা পোড়ে একলা কাঁদে...