এই মায়াপ্রস্রবন ও সময়ের মধ্যবর্তী উপমাগুলো লিখে রাখো ক্ষুধার্ত তীরের অাগে-বিগতজন্মের প্রতিশ্রুতি তুঁতবর্ণ বিকেলের চিত্রনাট্যে অচল পয়সার শিরোনামে বেঁচে আছে! অন্যান্য নৃত্যের রাতে অজ্ঞাতবাস থেকে উঁকি দেয় কফিনের হাসি-সদ্য স্বপ্ন থেকে পালিয়ে আসা সহিসের ঠোঁটভাঙা বুনোশিষে বয়ে চলা স্মৃতিভার; আজ কারো জন্মদিন ছিলো...
বাল্যবিধবার নামে সস্নেহ শাদা থান পাঠিয়েছে শীত। সংশয়বাদীদের দাবী-দাওয়া মেটানোর পর পুরোটা দক্ষিনদিক অতিক্রম করে এসেছি সময়সঙ্গাহীন পাখিদের সাথে..