======================


পৃথিবী জানে
নিঃসঙ্গ আকাশ জানে
রাত জাগা পাখিরা জানে
আবেগী জোছনা জানে
পাগল কবির ভোলাভালা চোখ জানে
অনন্ত সময় জানে, প্রতীক্ষারা জানে
ভালোবাসারা জানে
শুধু তুমি জানো না বন্ধু
কতটুকু ভালোবাসা ধরে আছি এই বুকে।


বাতাসে আজ বকুলের গন্ধ
আকাশের ললাটে শুভ্র আলো
শিউলি বিছানো পথে প্রচণ্ড অভিমানে
জোছনার প্লাবন মিলিয়ে গেছে কারুকার্যময় অন্ধকারে।
এমন অভিমানী রাতে
তোমাকে কাছে পেতে বড্ড ইচ্ছে করে।

বন্ধু
ঘুমিয়ে পড়ো না আজ রাতে।


==========================


(প্রায় এক যুগ আগে কবিতার আকারে লিখা কিছু চিঠি।  সত্যিকারের চিঠি  )