====================
যার কিছু নেই
সেই খোঁজে বিধাতা।
যার সব আছে
সে নিজেই বিধাতা।


থাকা না থাকার এ নিপুণ খেলা।
নিঃস্ব হাতে গড়া প্রতিমা
বিত্ত করে বিসর্জন
অশ্রুতে ভাসে যমুনা।


তবু হাসে বিধাতা
উঁকি দেয় জীর্ণ কুটিরে
বারে বারে
থাকে সাদরে, আচারে, প্রনামে।
বিত্তের ঢামাডোলে অবশেষে
নিঃস্বই শুধু ত্রাতা।
=============================