=========================
আমি একা
সাত কোটি মানুষের স্বপ্ন মেখেছি চোখে।
আমি একা
সাত কোটি মানুষের কথা বলেছি নির্ভয়ে।  
আমি একা
মিছিলে মিটিংয়ে প্লাকার্ডে অবিরাম লড়েছি রাজপথে।  
স্বৈরাচারের রক্তচক্ষু, বন্দুকের ক্ষুধার্থ নল
জলপাই রংয়ের ট্যাংক, হাতকড়া, কারাগার
ফাঁসির মঞ্চ, জল্লাদ, কিছুই পারেনি দমাতে।

আমি একাই দাঁড়িয়েছি চীনের মহাপ্রাচীর হয়ে
রক্ত পিচ্ছিল রাজপথে হিমালয়ের দৃঢ়তায়
আবৃত্তি করেছি সাত কোটি মানুষের কবিতা


"এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম"।


অথচ সেদিন, আমি পড়ে থাকলাম একা
ঘাতকের বুলেটে রক্তের নদী, পিচ্ছিল সিঁড়ি  
ফোটায় ফোটায় মিটালো শুধু মাটির তৃষ্ণা।
রক্তের হোলি খেলায় শ্বাপদের উন্মত্ত নাচা নাচি
বিশ্বাসঘাতকের উন্মত্ত হুংকারে স্তব্ধ আকাশ মাটি।  
কেউ একটি কথা বলে নি
রাজপথে একটি মিছিল ও নামেনি
দেয়ালে কোনো লিখন ছিল না
কোনো বিদগ্ধ কবি লেখিনি একটি কবিতা


সেদিনও সাত কোটি মানুষ ছিলো
শুধু আমি ছিলাম একা।


কিন্তু, আমি যে জানতাম, আমি একা থাকবো না
একদিন, কোনো একদিন, অনাগত সকল দিন
আমি একা থাকবো না।


=====================================  


****** জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা ****