================


ধ্রুবতারা,
তুমি আছো বলেই,
কালো অন্ধকারে খুঁজে পাই দিশা।
তুমি আছো বলেই,
নীল দিগন্তে পত পত করে উড়ে
লাল সবুজের পতাকা।
তুমি আছো বলেই,
ভীষণ ভাবে সুরক্ষিত
রক্তের দামে কেনা এ স্বাধীনতা।
তুমি আছো বলেই,
ঝড়, ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস, খরা
ভূমিকম্প, ভূমিধস, সুনামি, বন্যা
কিছুই পরোয়া করি না।
তুমি আছো বলেই,
ক্ষুধার্ত শকুনের তীক্ষ্ণ নখের আঁচড়
কিংবা স্বৈরাচারের তীব্র রক্তচক্ষু
কোনো কিছুর ধার ধরি না।
ভয়  করি  না।
তুমি আছো বলেই,
মায়ের নোলক হারিয়ে গেলে
প্লাকার্ডে, প্লাকার্ডে, রাজপথে
প্রতিবাদের ঝড় উঠে
শ্লোগানে শ্লোগানে কেঁপে উঠে
আকাশ, বাতাস, ধরণী তল
রাজমুকুট, সিংহাসন, আজানুলম্বিত শৃঙ্খল।
তুমি আছো বলেই,
বন্দুকের নলের মুখে
নির্দ্বিধায় বুক পেতে দেই
কালো রাজপথে নহর বসাই
টক টকে লাল রক্তের স্রোতে
মীরজাফর আর রাজাকারের পাপ মোচন করি।
মাতৃ জঠর শুদ্ধ করি।


হে তরুণ,
তোমার রক্তেই স্পন্দিত হই
তোমার নিঃশ্বাসেই বুক ভরি
তোমার চোখেই স্বপ্ন দেখি
তোমার পায়ে সম্মুখে পথ চলি।
তুমি আছো বলেই,
পৃথিবীর মানচিত্রে, প্রবল পরাক্রমে
মাথা তুলে দাঁড়িয়ে থাকি।
নিশ্চিত যেনো, আমি কেউ না,
এ বাংলাদেশ শুধু তুমি।
=========================