("এক পৃথিবীর স্বপ্ন" লিখাটি লিখার পর খুব আনন্দ পেয়েছিলাম ... এর পরেই এটি লিখা .... আসলে কখনো কখনো কিছু ভাব প্রকাশে খুব আনন্দ হয়.. এইটুকুই….. আর কিছু না )


=================================


কিছু কিছু কবিতা লিখার পর,
কেমন শান্ত হয়ে যায় মন।
তীব্র দাবদাহের মধ্য দুপুরে,
হঠাৎ শ্রান্ত বিকেল যেমন,
নির্মল আনন্দের অনুরণন।
যেদিকে তাকাই, যাই দেখি,
শুধু অনাবিল হাসি,
কি আনন্দের,
কি মধুর,
সার্থক জনম, সার্থক জীবন।


কিছু কিছু কবিতা লিখার পর,
কালো অন্ধকারে হারায় মন।
নিস্তব্ধ, নিথর, ভরাক্রান্ত
অসমাপ্ত কথা, অধরা উপমা
ছন্দহীন ছত্র যেনো,
অতৃপ্ত প্রকাশের নিদারুণ যন্ত্রনা,
শব্দের মরীচিকায় নির্বাসিত ভাবনা,
রেশ থেকেই যায়,
অতৃপ্ত অপেক্ষায়।


কিছু কিছু কবিতা লিখার পর,
স্মৃতির জঠরে জন্ম নেয় কষ্ট,
শান্ত মন রুষ্ট হয়ে উঠে,
মুছে ফেলা দিন, ছবি আঁকে চোখে,
শব্দে শব্দে লুকানো সেই কষ্ট, বিরহ, অপ্রাপ্তি
কবিতার সীমা ছিঁড়ে ছিনিয়ে নেয় সব
চিন্তা চেতনা সময় দিন রাত্রি।


তবুও কবিতা লিখা হয়,
কবিতা লিখতে হয়,
কবিতাতেই যে মুক্তি।


========================================