=================


কষ্টগুলো, কষ্টের প্রখর তাপে বাষ্প হয়ে
চোখের কোন জমে থাকে
তারপর একসময় কান্না হয়ে ঝরে পরে
এক ফোঁটা, দু ফোঁটা , অনবরত, অবিরত।

বর্ণহীন কষ্টের স্রোত গাল  বেয়ে ঝরে পরে
কষ্টের বোঝা লাঘব হয়
জীবন বহতা নদীর মতো ছুটে চলে
সময় বয়ে যায়
টিকটিক টিকটিক ।


অপসৃয়মান কষ্টগুলো বুকের মারিয়ানা ট্রেঞ্চে
পাথরের স্তরে স্তরে ফসিল হয়ে জমে থাকে
বছরের পর বছর, সহস্র হাজার বছর ।
তারপরও কষ্টগুলো থেকেই যায়
কষ্টগুলো থাকে অনন্ত  অপেক্ষায়
আবার অশ্রু হয়ে ঝরে পড়ার
আবার বর্ণহীন কষ্টে মুখ লুকাবার।


================