===============================


একটা লাল গোলাপ দেখে কি তোমার কষ্ট হয়।  
কখনো কি মনে হয়,
সুতীব্র বেদনার বিবরে,
আহত হৃদয়ের তীব্র রক্তক্ষরণ সিক্ত বুকে,
অপার সৌন্দর্যের পাপড়ি মেলে,
প্রকাশের নিষ্ঠুর যাতনায়,
সুখের পাঁজরে, আনন্দ আয়োজন।
কখনো কি মনে হয়,
সুখের চাবুকের অহর্নিশি পীড়নে,
মুখ বোঁজা স্মিত হাসিতে,
দগ্ধ হৃদয়ের পর্যায়ক্রম বিয়োজন।


কখনো কি ভেবেছো,
গোলাপের পাপড়ি এতো লাল কেনো।
শতাব্দীর পর শতাব্দী,
লাল গোলাপ হাতেই কেনো বলতে হবে ভালোবাসি।
পায়ের আলতা, কপালের টিপ, বিয়ের শাড়ি
কৃষ্ণচূড়া, রক্তকরবী, মেহেদি  
কেন এতো লালের ছড়াছড়ি।
ভালোবাসার রং কি তবে লাল,
নাকি লাল ই ভালোবাসা।
হৃৎপিণ্ড উৎসারিত, রক্ত রঙে রঞ্জিত
লুকানো সমাগত,
অব্যক্ত নিগূঢ় নিভৃত বিয়োগ বেদনা।


দেখে যাই মনে হোক,
আমি কিন্তু  বেঁচে আছি,
ভালোবাসার তীব্র সুখে,
হয়তো একটি লাল গোলাপ হতে পেরেছি বলে।


============================