========================


জানালা খুলতেই,
এক ঝাঁক নরম আলো,
ঝাঁপিয়ে পড়লো অরক্ষিত অন্ধকারে।
নিমিষে ঝলসে দিলো অবলীলায়,
একটি দীর্ঘ রাতের পুঞ্জিভুত অবসাদ।
সাতরঙা ডানার অবাধ পাখি,
আকণ্ঠ তৃষ্ণায়,
জমাট বাধা অন্ধকারের প্রতিটি কণা,
খুঁজে খুঁজে, ঠুক্‌রে ঠুক্‌রে
তৃষ্ণা মিটালো,
ভাসিয়ে দিলো আলোর বন্যায়।
উদ্ভাসিত আলোকে নতুন প্রাণের উন্মেষ,
নতুন আলোতে নতুন দিন,
অন্ধকারের বিদায়,
চির বিদায়।


=====================