==================


যদি একবার বলি ভালোবাসি,
তবে যেনো তৃষ্ণা মেটে না ।
যদি দু’বার বলি ভালোবাসি ,
তবুও বলার কি যেনো থেকে যায় বাকি।
যদি তিনবার বলি,
প্রতিশ্রুতির সৌকর্য বাঁধনে,
যেন বন্দি করি তোমাকে ।


যদি সহস্র সহস্রবার বলি-
স্পন্দিত হৃৎপিণ্ডের স্পন্দনে,
ধমনীতে, শিরায়, শিরায়, প্রতিটি রক্ত কণিকায়
যতবার উচ্চারিত হয়েছে বেঁচে আছি ।
যতবার বসন্তে ডেকে উঠেছে কোকিল,
যতবার কৃষ্ণচূড়া সেজেছে সিঁদুর রঙে ,
যতবার শ্রাবনের বৃষ্টিতে আনন্দে মেতেছে পৃথিবী,
যতবার ভালোবাসার ছন্দ সাজিয়েছে কবি ,
যতবার লাল গোলাপ হাতে ,
দুরু দুরু কম্পমান হৃদয়ে বেকার যুবক,
কায় মনে চেয়েছে ভালোবাসার জয় হোক।


ঠিক ততবার,
ঠিক ততবার ও যদি বলি ভালোবাসি ,
তবুও যেনো তৃষ্ণা আমার,
খর্‌খরে সাহারার মতো আকণ্ঠ তৃষ্ণায় পরে থাকে,
যদি বা তৃষ্ণা মেটে কোনোদিন।


==================