==============
একটি পঙ্গু রাত্রির আমৃত্যু নির্বাসন,
স্পন্দনহীন জীবন
শুধু কোনোরকমে বেঁচে থাকার এক নিষ্ঠুর প্রহসন।
শুষ্ক মরু প্রান্তর, প্রাণহীন নিথর
আকণ্ঠ তৃষ্ণার বোবা আকুতি,
খোলা চোখে বহু দূর অন্ধ দৃষ্টি,
হস্ত পদ শৃঙ্খলিত, রক্তাক্ত, কণ্টক বন্ধন
বীভৎস চিৎকারে স্তব্ধ নিঃশব্দ মন্থন।
পৈশাচিক উল্লাসের তীব্র হুঙ্কার
আকাশে বাতাসে অবরুদ্ধ হাহাকার।
শৃঙ্খলিত মন
স্তিমিত বিদ্রোহের আনত সমর্পণ।
ফোটেই শুধু টগবগ,
উপচে পড়ে সর্বগ্রাসী আগুন
কোথায় সে প্রলয় ডঙ্কা, কবে হবে বিস্ফোরণ
কখন?
তিমির রাত ফুঁড়ে কখনো কি
পূর্বাকাশে ছড়াবে প্রভাতী কিরণ।
==========================