===============
বন্ধু, তুমি তো জানোই
তুমি ছাড়া,
কিছু নই আমি, কেউ নই ।
তুমি ছাড়া,
আমি প্রাণহীন, নিঃস্ব, রিক্ত
অস্তিত্বহীন এক অস্তিত্ব।
যদি বিশ্বাস না করো,
হাত কেটে দেখো,
গল গল করে রক্ত ঝড়বে অবিরত।
ঝড়তেই থাকবে শুধু  
যতক্ষণ স্পন্দিত হবে জীবন।
না হয় মাটি খুঁড়ে দেখো,
খুঁজে পাবে উচ্ছল উষ্ণ প্রস্রবণ।
দেখতে পারো, পাথরের পাহাড়
অনেক দূর গভীরে তার,
টগবগে ফুটন্ত অগ্নি প্লাবন।
কিংবা মেহেদি বাটা,  
সবুজের নিচে যার,
কেমন লুকিয়ে থাকে রক্ত বরণ।
চেয়ে দেখো, ঝরা পাতা
কেমন আদরে বুকে ধরে রাখে,
মর্মর ধ্বনির রিক্ত ক্ষরণ।


তারপরও যদি বিশ্বাস না করো,
তবে পুড়িয়ে দেখতে পারো,
কিছুই পাবে না তুমি
পাবে শুধু তোমার ধূসর অস্থি ভস্ম
আর,
বিস্মৃত অতীতের আলাপন।


======================