সাদা কালা
=========


সাদা সাদা কালা কালা
বিভক্তির খঞ্জরে রক্তাক্ত রেখা।
মানুষ, পরিচয়, গান কবিতা
ধর্ম, ইতিহাস, পোশাক, চেতনা
হয় সাদা নয় কালা।


যে শিশু আজ ভুমিষ্ট হলো
যে শিশু কাল ভুমিষ্ট হবে,
তাকেও বেঁছে নিতে হবে একটি রং
হয় সাদা নয় কালা।


সাদা কালা ছাড়া আর সব রং আস্তাকুঁড়ে।  
পতাকার রং হতে হবে সাদা কালা।  
দেশের নাম হতে হবে সাদা কালা।
যে কথা এখনো বলা হয়নি
যে কবিতা এখনো লিখা হয়নি
তাকেও হতে হবে
হয় সাদা নয় কালা।  


মনুষ্যত্ব, সম্পর্ক, বন্ধুত্ব, অর্থহীন
লোভ, লালসা, ক্ষমতা সার্বজনীন।  


শুধু হাত কাটলে এখনো
টকটকে লাল রক্ত ঝরে।
লাল রক্তটাকে কিছুতেই
সাদা কালা করা যায়নি কখনো ।
=============================