-==========


কালো অন্ধকার আমাকে ব্যবচ্ছেদ করলো।
অণুতে অণুতে, সূক্ষ্মাতিসূক্ষ্ম পরমাণুতে
ভাবনায়, প্রার্থনায়, ইচ্ছায়, কল্পনায়।
একসময়, আমার স্পর্ধিত তারুণ্য বিলীন হয়ে গেলো।
তারপর আরো ও কালো এক অন্ধকারে
আমার নিঃশ্বাসের গন্ধ পুঞ্জীভূত যেখানে
গম্ভীর কণ্ঠে পরম সত্তা প্রশ্ন করলো-
গর্বিত যুবক, তোমার গন্তব্য কোথায় ?
সৃষ্টির মত্ত উল্লাসে, মহাশক্তির সভায়
আমি উচ্চ কণ্ঠে, নির্দ্বিধায়
বললাম,
আমি, অমীমাংসিত।


==========================