===================================


তোমাকে সমাহিত করার পর,
একটি দিন গেলো।
দুটি দিন ও যাবে,
তারপর এক মাস,
এক বছর, এক যুগ
তারপর একসময় ধীরে ধীরে,
থেমে যাবে সময় গণনা।
সয়ে যাবে এ অসহনীয় কষ্ট, এ কান্না, এ বিরহ ব্যথা
জীবনের চাকা ছুটে চলবে, জীবনের প্রয়োজনে


একদিন,
অনেকদিন পর মনে হবে,
কেটে তো গেলো অনেক কয়টা দিন,
তোমাকে ছাড়া।
কিছুই তো থেমে থাকেনি, জীবন, কথা, কবিতা
শুধু প্রাণ থাকেনি,
শুধু এমনিতেই বেঁচে থাকা।


সেই দিন,
যেদিন তুমি ছাড়া,
বাকি আর সব কিছুই ছিল অর্থহীন।
হৃদয় ছেঁড়া রক্তাক্ত সময় এর ক্রন্দন,
আমার হাতে তোমার নিস্তব্ধ স্পন্দন,
বারে বারে ছুঁয়ে দেখা,
যদি ফিরে আসে উষ্ণতা।
কি নির্মম, কি নিষ্ঠুর, কি শুভ্র, কি পবিত্র
অন্তিম সে যাত্রা।
মিথ্যে সকল সতত প্রতিজ্ঞা,
শুধু আমার থেকে যাওয়া, একা একা
অর্থহীন সময় গণনা,
আকাশের নিযুত তারা,
কিছুতেই শেষ হয় না গণনা,
শেষ হয় না অপেক্ষা,
অচেনা ভুবনে কবে আবার হবে দেখা।


==============================================