==========================


কালো আকাশটা যদি
হঠাৎ করে নীল হয়ে উঠে,
দল ছুট মেঘেরা যদি  
পালায় ত্রস্ত পায়ে,
বিমর্ষ বিকেলের শ্রান্ত ক্ষনে ,
হঠাৎ যদি তোমার পড়তে ইচ্ছে করে
গাঢ় নীল রঙের শাড়ী।
হেটে যেতে ইচ্ছে করে যদি
মেঠো পথ, বালিয়াড়ি।
খালি পায়ে, খোলা চুলে
নদীর তীর ঘেঁষে, ঘন কাশবনে
দুরন্ত তারুণ্যে মগ্ন পূজারী।
যদি ছুটে যেতে ইচ্ছে করে, একাকী
বিস্তৃত সমুদ্রতটে,
বসে অন্ত মনে, গুনতে একে একে
অনন্ত ঢেউ সারি সারি।
যদি গাইতে ইচ্ছে করে,
গুনগুনিয়ে,
অতি চেনা কোনো সুর,
মুছে ফেলা সেই গানের কলি।
তবে নিশ্চিত যেনো,
আমি আছি, তোমার অতি কাছে
পাশাপাশি,
বাতাস হয়ে ছুঁইছি তোমায়
অনুক্ষণ, প্রতিক্ষণ  
চাঁদ হয়ে দেখছি।
সমুদ্র নীলে ভেসে ভেসে,
আবার তোমার কাছেই ফিরছি।


=========================