তুমি স্বপ্নে আঁকো যার ছবি,
উপমা, ছন্দে, গানের কলিতে,
যাকে নিয়ে ভাসাও জীবনতরী ।
অস্পষ্ট সে মুখ, তবু খুঁজে ফিরো তারে ।


তুমি যদি তার দেখা না পেয়ে থাকো ।
তুমি যদি তাকে ভালো না বেসে থাকো ।
ভালোবেসে তার সাথে  রাতের পর রাত,
নুয়ে পড়া বাঁশঝাড়ের নিচে, একসাথে যদি,
ছেঁড়া আকাশের তারা গুনে না থাকো ।
জোস্নার মদির  আলোতে, মেঠো পথে,
হাতে হাত ধরে,
অবিরাম গ্রামের পর গ্রাম,
যদি না হেটে থাকো ।
উদ্ভিন্ন যৌবনা স্রোতস্বীনির তীর ঘেঁষে,
সদা কূর্ণিশরত কাশ ফুলে যদি,
তার উতলা চুল না সাজিয়ে থাকো ।
ভালোবাসার তীব্র সুখের অবগাহনে,
অর্বাচীন যুবকের মতো তার কাছে যদি,
ভালোবাসা ভিক্ষে না করে থাকো ।  
তবে তুমি বুঝবে না কিছুতেই,
আজ আমি কেমন আছি।
কেমন কাটছে আমার একা দীর্ঘ রাত্রি ।  
নিঃস্ব, রিক্ত, বেদনার্ত ।


মনে আছে, বলেছিলাম ।
একটি রাত যদি কাটে তোমাকে ছাড়া,
তবে জানবে ভালোবাসারা মৃত ।
একটি মুহূর্ত যদি কাটে তোমাকে ছাড়া,
তবে বুঝবে,
ভালোবাসা মানে এক প্রহেলিকা ।
একটি নিঃশ্বাস যদি পড়ে তোমাকে ছাড়া,
তবে জানবে,
ভালোবাসা মানে সব মিথ্যে কথা ।
একটি চোখের পলক ও যদি পড়ে,
তোমাকে ছাড়া,
তবে বিশ্বাস করো,
ভালোবাসা মানে,
ভালোবেসে ভালোবাসাকে বঞ্চিত করা ।