=========================


ভালোলাগা মানেই কি ভালোবাসা !
ভালোলাগলেই কি ভালোবাসতে হয়,
নাকি ভালোবাসা যায়।


ভালোবাসা এক শঙ্খনীল কারাগার।
মমতার বন্ধনে আবদ্ধ, পরম আরাধ্য
প্রতিশ্রুতি, আনুগত্য আর নিশ্চিত অধিকার।
আর ভালোলাগা,
মুক্ত আকাশে ডানা মেলা,    
নাটাই ছেঁড়া ঘুড়ির অমিত অভিসার।
বন্ধনহীন, স্বাধীন, ইচ্ছেমতো
আপন আলয়ের নিপুণ রূপকার ।


ভালোবাসা সমুদ্র ,
ভালোলাগা সৈকতে আছড়ে পড়া  উর্মীদল
একে একে, অজস্র, অবিরত।
আর ভালো লাগা,
ভীষণ নীল আকাশ ছড়িয়ে ছিটিয়ে থাকা,
এলোমেলো তারার মেলা, অজস্র, অগণিত।
ভালোবাসা বন্ধন
ভালোলাগা উন্মুক্ত
ভালোবাসা আপন
ভালোলাগা উড়ন্ত


তবু টুকরো টুকরো এই ভালোলাগার স্পর্শেই,
জন্ম নেয় ভালোবাসা।
ভালোলাগার অবিরাম এই স্পন্দনেই বেঁচে থাকে,
সংশপ্তক ভালোবাসা।
===================


===================================