=============================
কিছু কিছু ভুল,
ভুলই থেকে যায়।
ভুলগুলো কষ্ট হয়ে জমে থাকে বুকে।
কখনো কখনো অশ্রু হয়ে ঝরে পড়ে
কখনো বা প্রস্তরীভূত ফসিলে অমরত্বের পথ খোঁজে।
আবার কখনো চঞ্চল ঝর্ণার চপলা ছন্দে
ভেসে বেড়ায় বর্তমানের আলোছায়ায়
মনে করিয়ে দেয় বারবার,
কিছু কিছু ভুল, ভীষণ ভুল
কিছুতেই উপায় নেই শুধরে নেবার।
ক্ষমাহীন সেই ভুলগুলো
বর্তমানকে কুঁড়ে কুঁড়ে খায়, বদলা নেয়
রক্তহীন রক্তপাতে রক্তাক্ত করে তোলে আরক্ত সময়।
দ্রোহী আগুন, তুষের স্তূপে তবু জ্বলতেই থাকে  
শেষ হয় না
কিছু ভুল থেকেই যায়, প্রায়শ্চিত্ত  হয় না।
কষ্টের বিবরে সঞ্চিত সেই ভুলগুলো নিয়ে  
খুঁড়িয়ে, খুঁড়িয়ে, কষ্টে, কোনরকমে
জীবন, এগিয়ে যাবার প্রেরণা খোঁজে।


জীবন তো থেমে থাকার নয়,
ভুলের মাঝেই যে জীবন শুদ্ধ হয় ।


  
===============================