অনেক দূর চলে যাবো অনেক দূর
মিথ্যের মশলা না চেখে, মারকো দ্বীপের গুহায়
কিংবা আলতামিরার নখের আঁচড়ে কী দুঃসহ দারুণ...
তার প্রত্ন-অন্ধকারে খুঁজবো আবার...
ব্যবসায়িক অভ্যাসের আদর আর বিরিয়ানি হাওয়া
যদি পাই হয়তো তাই দূরে আরো দূরে
যেখানে অমাবস্যার শকুন ছোঁ মেরে তুলে নেয়
মরা চাঁদ ডুবে গেলে হায়েনার হাসি
স্তব্ধতার প্রান্তটুকু কাঁপিয়ে দেয়
সামাজিকের লোকদেখানো আদিখ্যেতার অধিবাসে
বারবার ছিনালির ছাপান্ন ডিগ্রি উষ্ণতায়
আর নয়, দূরে আরো কতো দূরে চলেই যাবো
রোডেসিয়ানের রোদ গায়ে মাখবো
কুকুটেনির নীড়ে নগ্ন বসন্তে নীল জ্যোৎস্না
পাথরের গাঁইতি... ইস্পাত হাত আর শিকার
চলেই যাবো...