সেদিন, মোহনবাঁশি বাজলো মেঘের পাপড়িতে
কাঁদে রমা আজো অজগর বৃষ্টিতে
গাঙুড়ের উপোসি হাওয়া
কাফির কফিন
আর বেহুলা
সারাবেলা…


একদিন সেই না-পাওয়া অভিসার আসরে
শুধু পাওয়া ঢ্যামনা সাপের খোলস
যমুনার যৌবন অপ্সর
বৃষ্টির বিশ্বাস
আর শ্রীবালা
সারাবেলা…


তবু অন্বেষা অতলান্তিক মেঘ ছড়ায় মদিরা।
ধানসিঁড়ি তীরে মেঘবৃষ্টি সেলাই করে কবিরা।।