হারিয়েছি হারিয়েছি হারিয়েছি
বৃষ্টি, হারিয়েছি ভোরের দোয়েল পাখি
অপুর বেহায়া বিজন,
শুধু নির্জন নির্জন নির্জন এই হাড়


মনে পড়ে সেই কবেকার কুয়োতলা
সবগুলি পকেটে শুধু জাম জাম জাম
নেবুর পাতায় করমচা,
খালি থেমে যা থেমে যা থেমে যা…


তখন জলের বুকে সাঁতার কাটি।
তখন খেজুর তলায় আঁটি চাটি।।


তখন জল ছৈছৈ দুপুরের বেলা।
তখন বৃষ্টি মাথায় নৌকো খেলা।।


হারিয়েছি হারিয়েছি কাদাখেলা বৃষ্টি।
হাঁচিহীন কাসিহীন নিরালা নীল দৃষ্টি।।