খুঁজে এলাম অনেকটা পথ জামিন পথের বাঁকে,
সেকাল একাল কিছু দিস্তা হালুই চোখের ফাঁকে।
জল ছৈ ছৈ পাল্কি দুপুর
ফুটকি ফোটা ছায়া;
মাছ থৈ থৈ উল্কি পুকুর
কোঠা ঘরের মায়া।
সারাটা দিন কাটলো শুধু আলসেমি আমসত্তে,
বারোয়ারি পরোয়ানা সিলেবাসের গত্তে।
বুক দুর দুর ক্যাবলা ছুটি
কাল থেকেই নীল-সাদা;
স্লেট পেন্সিল জল ও রুটি
প্যান্টে ফুটবলের কাদা।
চোখে মুখে লাগলো কখন হিন্দি হিরোর স্টাইল,
ঠোঁটের ডগায় গোঁফের রেখায় মাইলের পর মাইল।
শুধু সাইকেল আর আকাশ
রেললাইনের পাড়ে;
সবুজ ঘাসের মেঘ বাতাস
ঘামে গন্ধে ঘাড়ে।
এইতো ছিলো বেশ ছিলো অবুঝ দিগন্তের হাসি,
খালি পেটের মাতামাতি ভর্তি পেটেই বাসি।।