ছড়িয়ে ছিটিয়ে কালো দশমাস কোনোদিন আর একদিন
বিলকুল ঝিঙেফুলে লাল নীল গেরুয়া মসনদে মাথা ঝিম
নুইয়ে শুইয়ে রামদা বাগিয়ে রক্তহ্রদে পাতাবাহার
মেহগিনি সেগুনে জয়িত্রী সুবাসে বিরিয়ানি আহার
চালিয়ে যাই চালিয়ে যাই ধা ধিন ধিন বোল
মাড়ুলি দেওয়া উঠানে গৌরাঙ্গের শ্রীখোল
আর পারি না
পারি না আর
রামধনু রঙে মশগুল হয়ে মিশাইল ছুঁড়তে পারি না আর
বজ্জাতের বেইমানিতে ভাষা দিতে পারি না আর
বুলেট প্রুফ জ্যাকেট পরে “জনগণ” গাইতে পারি না আর
আর পারি না
পারি না আর
তবু পারি, পানসিতে ভেসে পলকের পাল্কিতে উল্কি দিতে
সব কাঁটার পরিমিতি তারে একটি দোয়েল পাখি
সব পারের নাক্ষত্র নোলকে সুট বুট খাঁকি
সব সীমার মজলিসে একটি হিরোসিমা
সব মৌল মৌমাছির চাকে একটি লীমা
আকাশ পথের বাদুড় হাগে সব অক্ষাংশের কক্ষে
ঝাঁটা হাতে হায়েনা হাসে স্বচ্ছ নির্মল চক্ষে
আর পারি না
পারি না আর
ক্লাইভের ফাগুন ফিনকিতে পলাশ পলাশী
এক আঁটি প্রান্তরের নীড়ে এখন শুধু আশি