আজ এই বসন্তে
তোর বুকের উপত্যকায়
কৃষ্ণ প্রতিপদের চাঁদ যেখানে বিপদ করেছে
আপদের শ্বাপদে
যেখানে নাভির নীচে ফুটেছে পলাশ কুঁড়ি
যেখানে আরো নীচে
নিবিড় কোটরে
লাল-কালোয় মিশে আছে থৈ থৈ নিরালা...
ঝুপঝাপ খসে পড়া পাড় আর হাড় নিয়ে
শুয়ে আছি লখিন্দরের ভাসান ভেলায়
অবেলায়।
আজ এই বসন্তে
মীরা, একটু বাঁচাতে পারবি?
ওই ডুবে যাওয়া চাঁদের সাথে
বেহুলার বয়সে যেতে পারবি?
তোর ছন্দে নূপুরের কান্নায়
অদেখার ঘুম ভাঙাতে পারবি?
আজ এই বসন্তে
মীরা, একটু বাসন্তী হয়ে যা...