বসেছি পেটপুরে দশজনপথের বসের ধারে
কাল ছিলো টিপখালি খালবিল চেঁছে তুলে
বানিয়েছি হিরণ কিরণ কেমন লাগে জানতে এলুম
জানলুম আর কি! আঙুর খেয়ে বিদেয় হলুম
ফিরতি পথে সাপ্তাহিক বউ
কানের কাছে ঘেউ ঘেউ
বলে কি, বাইপাসে
কত কালি কত কলম
খিলখিল হাসে...
তাই নাকি, হাসি তো বাসি
বিবাদী বাগে কাটছে খাসি
নরম গরম স্বাদু রান্না
সকাল বিকেল কুমড়ো কান্না
পায়েস পানতোয়া কতো কি
তুলির টানে নাকে ঘি
খামোখা করো কি?
ছাড়োনা মাইরি
এবেলা যাদবপুর ওবেলা চৌরঙ্গী
চোখের আড়ালে কতো সঙ্গী
লাল-নীল কমলাভোগ
দুটো কথা “রোগ আর রোগ”
বলবো আর লিখবো
ফেসবুক পোস্ট করবো
ব্যাস! আবার কি?
নেবে কি? জারদৌসি না বেনারসি?
যা চাও তাই পাবে
বাইপাসে বা বিবাদী বাগে
ষাণ্মাসিক পোলা টান মারে
কালি কলম হাত নাড়ে
সিটি বাজে ভর দুপুরে
তুলি এখন সোনারপুরে