তোকে ছোঁব বলে
কালবিরেতে জাবর কাটিনি
পদ্মবনে ঘুমিয়েছে যে সন্ধ্যা
তুলি দিয়ে তুলেছি তার
চুপচাপ ছবি
আর কিছু করিনি…


দুপুরের ক্রিং ক্রিং নূপুর
আর আইস লেনদেন
ছিলো সবই
ভূগোলের গুগোলে গুগলি...আতর...আলবোলা...
দুটো ফুল...কাটা হাত...হাস্তে...কাস্তে...
দাসেদের কাপিটাল...কপিকল...দামী ছবি...
ঝাউপাতার নীরব ঘুম
রামায়ণী গান
একদিন শুনিয়েছিলো
অ-যোদ্ধার পাশবালিশে কেমন করে জাঙ বিছিয়ে দেয়
ইউটিউবের ইস্টিশান
কামরার পর কামরা
নবান্নের ধান বোঝাই অপরাহ্ণ
তোলে আওয়াজ
কু ঝিক ঝিক
আর তুই
পাহাড়ের মাথায় ঈশ্বরের পরীক্ষায়...প্রতীক্ষায়


তোকে ছোঁব বলেই
শেষটা আর পড়িনি
বেঁচে আছিস তুই লবণ
প্রতিটি স্নায়ুর ঘামে...কামে...
অ-যোদ্ধা তোর মুণ্ডু কাটেনি
লবণাক্ত করেছিস তুই
পাহাড়ের আকাশ...


তোকে ছোঁব বলেই
সব গল্পের অলিগলি
তোকে নিয়েই চলি