আরো পথ, আরো অনেক পথ
চালিয়ে চালিয়ে চলো যাই
দাঁড়ের মতো হাড় নিয়ে
চলো এগিয়ে যাই
সেই সেখানে
মৌরী বনে ঘুমিয়ে থাকে স্বপ্ন
ঝিনুক আর ঢেউয়ের খেলা
ঊর্মির পর ঊর্মির
উজান দোলায়
বালুকায়
চলো একসাথে মেঠোপথে ঐ
দেখা যায় তন্তুজ আকাশ
ফসল হাওয়ার সুবাস
গাভীর দুধের সর
অবসর
এখানেই পাবে শৈশব শান্তি
শিকড়ের স্বাধীনতা আর
নির্জন পয়স্বিনী প্রেম
সীমন্ত রাগ
অনুরাগ
চলো যাই, চলো চলেই যাই
আরো পথ, আরো পথ
ডিঙিয়ে একসাথে
মেঘের মায়ায়
স্নেহছায়ায়।