তুমি আছো তাই বৃষ্টি ঝরে অঝোরে আলপনায়,
পেয়ারা পাতা চুঁয়ে মুক্তো ফোঁটা ঘাসের আয়নায়।
মাটি ফাটা উর্বর অভিযান,
চোখে ও মুখে স্বপ্নের আশমান;  
সিঁদুরে মেঘ উড়ে যায় নিরালা নিবিড় দিগন্তে,
বাড়াও হাত প্রদীপের নির্জনতা নিয়ে অনন্তে।  


তুমি আছো বলেই জ্যোৎস্না মেখে ভিজি সারারাত,
নক্ষত্রের শিরা-উপশিরা আর কালপুরুষের হাত।
আউশের শ্রাবণ হাওয়ার হাসি,
কদমের রেণু মাখা বাঁশি;
সকাল-বিকেল মধুমঞ্জরীর কুসুমিত নোলক,  
তোমার গোধূলি গানদরিয়ার সহজিয়া শোলোক


সবই পাই, পরিযায়ী পরিধি নিয়ে বালুকায়।
সমুদ্রের জীবন নিয়ে ছিন্ন ঝিনুক শুধু শুকায়।।