তোমাকে তোমার মতো পেতে
আমার আবছা ছায়া
বসন্তবৌরীর টোপরে একদিন নীলিমার নাচন দেখেছিলো
পিয়াশাল বনে ঝরেছিলো ঝুমুরের সুর
আর, কানাবক বিঁধেছিলো সবুজ ফড়িং
তবু পাইনি...
কাঁড়বাঁশ আর আড়বাঁশি নিয়ে
রক্তিম রাজমহলের বুনো জ্যোৎস্নায়
গুমনী নদীর গান শুনেছি
শুনেছি বোবা পাথরের ভাষা
আরণ্যক উপত্যকার উপযোনি
মহুল মদ আর রাত
তবু পাইনি...
শবরের পৌরুষের জৌলুস
জিলিপির ফাঁসে বেঁধেছে শবরীর শরীর
নীল অরণ্যে বেজেছে টিকারা
সারারাত শিকার আর শিকারির সন্ত্রাস
তিলি মুনিয়ার ডাক
আর আমি
আমার ছায়ায় তোমার অপেক্ষায় আবার...
পাহাড়ের গায়ে চিত হয়ে শুয়ে
বল্লমের মাথায় আকাশ বসিয়ে
রোমের গর্তে মেখে নিই রাঢ় রস
আমার গাঢ় তন্দ্রায় তোমাকে ভেজাই
শুকতারা থেকে ধ্রুবতারায়।
তবু যদি পাই...
তবু যদি ছায়ায় শুয়ে যেতে পাই
সব ছায়া যেদিন
ঘুমিয়ে পড়ে পাহাড়ে...