রাত হলেই পাখিটা ডাকে, নেই।
ক্লান্ত মনে অলস পথে, সেই।।
টেরাকোটা পা বস্তি বাস, কালো
আমার চোখে দশমী দীপ, জ্বালো।


উল্টে গেছে আকাশ নীড়, মীড়।
সহজ পাঠে শিশু শ্রমিক, ভিড়।।
মিড ডে মিল বালতি ঘর, খিদে।
রিক্সো টানে দিনে-দুপুরে, সিধে।


একই স্কুল একই বই, মাটি।
পান্তা ভাত কাস্তে হাত, খাটি।।


ভর্তি পেট কলেজ যায়, ফোন।
আমার কেনো ডাক আসে না, শোন।।