মাঝে মাঝে ভাবি
উল্টো পথে হাঁটলে... আসুরিক আলো
নখের ময়লায় যদি হাসি ছড়ালো...
ধুলো বালি কাঁটার আফিম খাওয়ালো...
ভালো হয় বেশ।।
গুনতে গুনতে ঐ একলা পথ... পথের গান
আলো-ছায়া নিরালা নিবিড় তান
দু’পাশে মখমল হেমন্তের ধান
হাওয়া আসে বেশ।।
দেখা যায় সময়ের কাটুম-কুটুম... খেলা
মিথ্যে মউজ হাততালি... সঙের মেলা
সবার ছায়া ছায়াছবি জাতীয় চ্যালা
দেখা যায় বেশ।।
সোজা পথের সুস্বাদু আবগারি বাণী।
উল্টো পথেই বোঝা যায় সবচেয়ে হানি।।