সিন্ধুর ইন্দুতে বেঁধেছি ঘর, অবসর।
মখমল ঘাস শ্বাস হিমানি বাস, সুখকর।।
হরপ্পা হাড় পাড় রাবির ঢেউ, বিহঙ্গ।
জনন সৃজন মন স্বপ্ন নীল, অনঙ্গ।।


বর্ণে বর্ণে নিশি নিরালা রাত, কূজন।
দেওদার ছায়া মায়া ঘাম ও কাম, সুজন।।
চলে যায় দিন ক্ষীণ ক্লান্তিহীন, আকাশ।
অদ্ভুত রোশনাই উল্কা ছাই, বাতাস।।


শিকড় তুলি ও খুলি আরব স্রোত, জীবন।
বিবশ চোখ ও শোক রক্ত নদী, যৌবন।।
এপারে বুক ওপারে সুখ ও মুখ, পিপাসা।
এপারে গান ওপারে তান ও মান, তিয়াসা।।


মেহেদি হাসান আর হরিপ্রসাদ, অনুকৃত।
একটাই মাটি বাটি অর্থ আজ, বিপরীত।।