আবার কিছুটা পর
তলানিতে ঠেকে যাওয়া আয়নার ছবিগুলি
মৌর্য মুরজে সকাল থেকে বিকাল
জোনাই রোশনাই জ্বালালো...
তুমি এলে পিদিমের আকাশ নিয়ে
নীল ঘননীল সুনীল ঢেউ
সাঁঝবাতির ওপারে-সেইপারে-কবেকার-কোথায়...
যোনিগন্ধি আঁধারে গেলো মিশে...
ছবি আমিষ আসরে পেলো
একমুঠো কৃষ্ণপক্ষ...
কালো থেকে নিংড়ে আসা মুখ
হৃদিমান জ্যোৎস্না চাইলো...
এখন, বাজশ্রবার মেনুতে ধেনু
অন্য নদীতে স্নান করে না।
এখন একমুঠো হীরের সকালে
পুড়ে যায় আয়নার ছবি...
চোখের আয়নায় নাওয়া হয় শুধু
আর তুমি
আরো অনেক যৌনতার যত্ন হয়ে যাও...
দুটি হাত... আরো দুটি পা
দ্রাঘিমায় লিখে যায়
একটি বিছানার মানচিত্র...