ডিজিটালের ‘টাল’ টি ছাড়া আর আছে কি কিছু বাকি,
সন্ধ্যাবেলায় পিদিম জ্বালাই তালাই পেতে বইটি রাখি।
একটি হাঁড়ি বারোটি হাত দুটি চোখে বইটি পড়া,
একটি ঘরে জন্ম-মৃত্যু একটি ঘরেই কবির ছড়া।
বৃষ্টি পড়ে রাতদুপুরে খিদের পেটে প্রতিদিন গাল,
বস্তা বোঝাই রাস্তা সাফাই আমার মাটি হ্যাঁ, ডিজিটাল।
খাই বা না খাই পড়তে যাই বা নাই বা পড়ি কিই বা আসে,
দুটো গুলি দুটো দেহ সিন্ধুপারে জলে ভাসে।
সে যেই মরুক এপারে বা কাঁটার পারে মরি আমি,
আমার লাশে বাঁশি বাজে জনগণের মুখে হামি
জাতীয়তা খুবই সস্তা ছবির হলে আপ ও ডাউন,
পাঞ্জাব সিন্ধু গুজরাট হিন্দু দ্রাবিড় উৎকল হঠাৎ ক্লাউন।
নোটের জটে লাইন বাড়ে ফর্ম এটিএম টু পেটিএম,
বিশ্বমানের বাজার এবার মাঠের ধানও ক্যাশলেস হেম।