হতেই তো পারে একটু ভুল
শব্দের সীমার কালো
যখন স্টিমারের ধোঁয়া ছড়ালো
উঠতেই তো পারে একটু ঢেউ
মনে রাখুক ছাই না রাখুক কেউ
দাগ দিয়ে যায় পাড়ে
খাঁজ কাটে মাটির হাড়ে
আরো কিছু ফেনা
ফিরতি পথের দেনা
হতেই তো পারে একটু রাগ
পশ্চিমের নিভন্ত বাতি
ঘুমিয়ে গিয়ে একটু রাতি
আঙুল যেতেও তো পারে চুলে
তখন বন্যা নামুক একূলে ওকূলে
চুলোয় যাক চুলকানির মলম
তোর কাজলে পালকের কলম
হতেই তো পারে একটু দাগ
কিই আর হবে পুরনো খাতা
অ... আ সব যা তা
ছড়িয়ে পড়বে চোখে ও মুখে
হতেই তো পারে একটু সুখে...
বর্ণ দে মীরা... একটু কালি।
ঝরুক উল্কা একফালি।।