পুজো আসছে বুঝি ? কে জানে বাপু আমি তো প্রবাসী!


আচ্ছা নদীর ধারে , আমাদের জমির আল টায়
কাশ ফুল ফুটেছে বুঝি ?    কেও যানো কী ?
      কে জানে বাপু আমি তো প্রবাসী!


আচ্ছা নীল আকাশের মাঝে সাদা তুলোর মত!
মেঘগুলো ভেসে যাচ্ছে নৈকার মতো তাই না ?
        কে জানে বাপু আমি তো প্রবাসী!


   আচ্ছা মিস্ত্রি দের বাড়ির পিছনে শিউলী গাছ টাই
ফুল ধরেছে বুঝি ? মহালয়ার ADD গুলো টিভি তে দিচ্ছে ?
         কে জানে বাপু আমি তো প্রবাসী!


    মা তুমি বুঝি এবছর  আর দিন গোনোনা তাই না ?
   কী করবে দিন গুনে এবার তো আর গুনেও লাভ নেই,
কারন তোমার ছেলে ছুটি পাইনি , তোমার ছেলে যে প্রবাসী


       নেই কোনো কেনাকাটার আড়ম্বর
       নেই দিন গোনা ,ছুটি পাইনি গো
প্রবাসী বাঙালী আমি এ পুজো যেন আমার নই |