পাবার আশায় আকাঙ্ক্ষিত
প্রাপ্তিতে উচ্ছ্বসিত।
উদ্দেশ্য সিদ্ধিতে সাফল্য
সার্থকতায় কৃতিত্ব।
একক চেষ্টায় উদ্বুদ্ধ
সম্মিলিত প্রয়াস দায়িত্ব।
পরস্পরের সমঝোতা
একে অন্যের মান্যতা।
নিজের আশা সর্বোপরি
গঠনতন্ত্র সম্মান করি।
নিজ ধর্মের তদারকি
অন্য ধর্মে শ্রদ্ধা রাখি।
কর্মে নিষ্ঠা প্রাথমিক
সৃষ্টি ধর্মে সার্বিক।
পরিবর্তনে সহযোগী
অনুভবে মনযোগী।
নতুনের আহ্বান
বার্ধক্যের অভিনন্দন।
দেনা-পাওনা সাম্মানিক
দাতা শ্রেষ্ঠ মানবিক।


১৫/০৩/২০২৩