জীবন তো খুব সংকীর্ণ ৷
তাতে মন করে যারা জীর্ণ ৷
                লাভ কি তাদের ?
নদীর তীরের প্রান্তে তীক্ষ্ণ জনস্রোতের মতো ৷
দেখে এলাম একগুচ্ছ লাল গোলাপ আহত ৷
তীক্ষ্ণ সুর থেকে প্রেরিত ক্রন্দন ৷
আহত গোলাপ গুলি থেকে করলাম প্রেরন ৷
                         এই কি নিষ্ঠুরতার পরিচয় ?
সবই অবাক করা মনে থাকা সংশয় ৷
জীবন বয়ে যায় তারই দ্রুত গতিতে ৷
জমাট বাঁধা এক পূর্ণ আসক্তিতে ৷
                       জীবন কোথায় ?
পূর্নগ্রাস চন্দ্রগ্রহণ জানিনা কবে নামবে ৷
চলে যাওয়া দিনগুলি সেদিন থামবে ৷
স্তব্ধতায় ভরে যাবে আজকের সুন্দর পৃথিবী ৷
সেটাই কি তোমার লোভনীয় সেরা হবি ৷
জানিনা আমি তুমি আছো কার আশায় ৷
ভুল করেছি হয়তো আমি মাপ করো আমায় ৷
তোমার চোখে করেছি একটি ক্ষমা অযোগ্য ভুল ৷
আজ তাই দিলাম সুদ সাথে মাসুল ৷  
                      আমি কি সত্যিই দোষী ?
তবুও বলছি প্রেমিকা,—
                         তুমি আমার সাথী যদি ৷
শুধু তোমাকেই  বলতাম ,—
                           ওগো আমার প্রিয়তমা নদী ৷