তোমাকে পড়েছে  মনে আজ এই শুভ দিনে ৷
শুষ্ক বাতাস মোর গায়ে লেগে যায় প্রতিটি ক্ষণে ?
                   একেই কি বলে প্রেম ?
তুমি সুন্দর,তুমি চঞ্চল,তুমিই উদাসের প্রতীক ৷
শত কোটি প্রনাম স্মরন করে আমার কর্তৃক ৷
আকাশ বলে তোমায় চাই,চাই আমার মন ৷
বাতাস তোমায় খোঁজে,তোমাকে চাই এখন ৷
উল্লাসিত ঢেউ বলে তোমায় মনে পড়ে ৷
পাখিরা তোমায় মিস করে চলে যায় উড়ে ৷
বর্ষা তোমায় ডাক দিয়ে বলে—
ওদের কথা না শুনে তুমি কেন চলে গেলে ?
তোমাকে না পাওয়ার বেদনায় আহত আমি ৷
     তুমি কেন আজ অর্ন্তযামী ?
তোমার জন্য অপেক্ষা করে আকাশের তারা ৷
   এই প্রশ্নের উত্তর দেব কি আমরা ?
তোমার চিন্তার পরিপূর্ণ সত্তার বিকাশ ৷
আধুনিকতাকে  দান  করে  আশ্বাস ৷
আজ তুমি আছো আমার হৃদয় মাঝে ৷
তাই মনে পড়ে শেষ বসন্তের সাঁঝে ৷
তবুও তোমার উপলব্ধি প্রতি ক্ষণে ক্ষণে ৷
ক্রিয়াকলাপের বাস্তবতা পায় মনে মনে ৷
তুমি সুন্দর,তুমি চঞ্চল, বীরত্বের প্রতীক ৷
শত কোটি ভালোবাসা স্মরণ করে আমার কর্তৃক ৷
তোমার গর্বে আমি গর্বিত —
তোমার অহংকারে আমি অহংকারী ৷
তুমি দুঃখের সুখ ,তুমি কষ্টের আনন্দ ৷
আমি তোমার প্রেমিক —
             সে তো তুমি প্রিয়তম বিবেকানন্দ ৷