আমরা চাই মানুষের মাঝে মাথা তুলে দাঁড়াতে ৷
জীবনের সাথে তাল মিলিয়ে স্বাধীন ভাবে বাঁচতে ৷
আধুনিক সামাজিকতার বর্ণবৈষম্য যেথা দাঁড়িয়ে ৷
আমাদের কৃষ্টি সংস্কৃতি চোখের নিমেষে যায় হারিয়ে


আমরা চাই এই সমাজের বুকে বৈষম্য মুছে দিতে ৷
রাতের আকাশে শুভ শুকতারা হয়ে সর্বদা জ্বলতে ৷
আজকের সমাজ দেখবে না আর ঋত্বিকার মতো ৷
বোন রে তোকে ভুলব না আমরা সমাজ গড়ব যত ৷


আমরা চাই সমগ্র শ্রেনীকে একসাথে করে চলতে ৷
সিধু—কানহু কে স্মরণ করে সংস্কৃতি ধরে রাখতে ৷
আমরা সবাই বীরসার আদর্শে মুক্ত সমাজ গড়ব ৷
তীর—ধনুক সাথে করে আধুনিকতাকে নিয়ে চলব ৷