খেলছে কে এমন খেলা তোমায় আমায় নিয়ে
ক্ষণিক থাকে তোমার কাছে ক্ষণিক আমায় দিয়ে।
খেলায় মোদের বিভোর রাখে চিনতে না দেয় তারে
এই বুঝি গো একটু দেখি আবার দেখি নারে।
কত কথা বলায় মোদের কত আলাপন
কত আবার দূরে সরায় করে সব সমাপন।
নিত্য নতুন আশা দেখায় পাশাপাশি রেখে
কিছু তাতে রঙ দিয়ে দেয়, কিছু শুধুই রাখে এঁকে।
কোন জনমে ঠিক করেছে করাবে মোদের দেখা
কেউ জানেনা, জানে যেন শুধুই সে গো একা।
পথের মাঝে পথ ভুলায়ে কোন সে অভিলাষে
তোমায় আমায় টেনে এনে শুধুই রাখে পাশে।
সে যেন গো সুর দিয়ে দেয়, আমরা গাহি গান
বাজিয়ে বীণা তাতে যেন, দেয় গো আবার প্রাণ।
এমনি করে কেন জানি সে মোদের ভালবাসায়
ক্ষণিক তাতে বিরহ দিয়ে আবার চোখের জলে ভাসায়।
এমন খেলা খেলুক না সে মোদের নিয়ে আরো
জানি তাতে মোদের মত ভাল লাগে তারও।