কোথায় আমার সেই সে বসন্ত!
রাখিতাম যারে অন্তরে অনন্ত।
মোর মাঝে যার ছিল কেবলই আসা যাওয়া
যে ছিল অন্তরে আমার অনেক খানি পাওয়া।
তারে হারালেম কোথায় কোন অজানার পথে হায়
কাদিয়া পরান তাই বিরহের গান গায়।
সুখ স্মৃতি আসে, কাদিয়া যায় তারা ফিরে
রহে না রহে না তারা এই আমারে ঘিরে
বিরহ কেবলই আসিয়া ঠেকে আমার মনের নীড়ে।