বিষাদ হৃদয় আকাশে আজি
বেদনার সুর ওঠে বাজি,
থেকে থেকে চমকায়
বারে বারে কারে চায়,
নাহি বোঝা যায় তারে দেখি।

কঠিন ভাষা তার
হয় না বুঝা আমার,
শুধু চেয়ে রই
বারে বারে অবাক হই,
শেষে ভাবি, আমার হয়েছে একি!